হয়তোবা ভেবেছিলে_
বিবর্ণ হয়ে গেছে হৃদয়ের রঙ্গীন মলাট
দুপুরের তেজদীপ্ত সূর্যের পানে তাকিয়ে থেকে
ক্ষয়ে গেছে চোখের জ্যোতি
কিংবা সাহারা মরুর মতো বালুময় যে জীবন
সেখানে কি করে হয় সবুজ আবাদ?

দ্বিধাহীন চিত্তে তাই
হেঁটে গেছো খুব কাছাকাছি;
কোন কথা না বলে
শুধু চেয়েছিলে একবার।

ক্ষণিকের বিজলির আলোয় আলোকিত পৃথিবী আমার।

শতাব্দীর সীমানা পেরিয়ে যদি ফিরে আসো এ পথ ধরে
বিষাক্ত তীরের আঘাতে আবারও বিদ্ধ হবে তোমার কর্ণকুহর-
মানবী!
মেঘের নেকাবে যতই আড়াল করো আপন মুখাবয়ব
কসম!
তোমার ওই দুটি চোখ আমি চিনি।