কথা ছিল অভিধানের পাতা  থেকে দূরত্ব নামক শব্দটিকে শ্লেটে লেখা বর্ণমালার মতো যখন ইচ্ছা তখনই মুছে ফেলতে পারবো কিংবা
নাটাইয়ের সুতো টেনে দূর আকাশে উড়তে থাকা
ঘুড়িটাকে যেভাবে হাতের নাগালে নিয়ে আসা হয় ঠিক সেভাবে যখন ইচ্ছা হবে তোমাকে নিয়ে আসবো;
যতটা কাছে এলে হ্রদঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যায় ততটা কাছে!

অতঃপর ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে ঋতু বদলের  ক্ষণকে উপেক্ষা করে হেঁটে গেছি দ্বিধাহীন চিত্তে,
শিশিরস্নাত ঘাসের ডগা মাড়িয়ে হাঁটতে হাঁটতে একটি বারও বুঝার প্রয়োজন বোধ করিনি শিশির ঝরা রুক্ষ ঘাসের ভাষা।
সূর্যোদয় থেকে সূর্যাস্থবধি একটি বারও চোখ রাখা হয়নি সূর্যের চোখে.........

কথা ছিল!
অপরিপক্ক সময়ের কথা!
শুধু বলা ছিল না সময়ের কবরস্থানে হবে কথার সমাধি।
ටටටටටටටටටටටට