তোমার পথের সাথী হবো
কিংবা সামনে তুলে দেবো বাঁধার দেয়াল
এমন সাধ্য ছিলনা কোন কালে।
দূর আকাশের তারা
শুধু দেখে গেছে
তোমার পৃথিবী কত সুন্দর!
সুখের বৃষ্টিতে ভিজে ভিজে
ফুলের সৌরভ মেখে মেখে
পাখির কলতান শুনে শুনে
স্বর্গের সিঁড়িতে পা রেখে হেসে চলো খিলখিল।
তোমার সুখ দেখে
অপলক চেয়ে থাকে রাতের তারা
তৃপ্তির রেশ বুকে মিশে রয় আকাশের নীলে।