সাত সমুদ্র তেরো নদী ডিঙ্গাতে বলিনি
এটুকু বিশ্বাস ছিলো-
অন্তত একটি নদী পেরুতে পারবে তুমি।

পাহাড়ের মতো স্থির বিশ্বাস
আকাশের মতো অসীম স্বপ্ন
আর চাতক অধীর অপেক্ষায় আজো অবিরাম খসে পড়ছে_
____দিন
______মাস
________বছর....


এভাবেই আমৃত্যু অন্তহীন প্রতীক্ষা।

শুনেছি খুব কাছাকাছি এসে পেরুতে পারনি বাধাঁর দেয়াল,
স্বস্তিতে আছি এই ভেবে_
আমারই বাড়ির পথে শুরু হয়েছিল
তোমার প্রথম যাত্রা।