যখনই ভাবি লিখবো কোনো কবিতা
তা আমার আগে লিখে ফেলেছেন কোনো না কোনো কবি,
যখনই ভাবি কিছু করবো আকাঁআকিঁ
তাই দেখি আমার আগে আকা কোনো না কোনো শিল্পীর ছবি।
যখনই ভাবি লিখবো কোনো গল্প
কি আর করা হয়েছে শেষ না লিখতেই অল্প।
যখনই ভাবি লিখবো কোনো গান এবং করবো তা শেষ,
তখনই দেখি সব কিছু নিয়েই হয়েছে লেখা এবং কি নিয়ে পুরো দেশ।
যখনই ভাবি লিখবো সুন্দর কোনো উপন্যাস
এ আমার দ্বারা হয়না লিখা কারো সুখ শান্তি বা সর্বনাস।
যখনই ভাবি লিখবো না কিছু হব একজন গায়ক
তখনই ভাবি এর চেয়ে ভালো হওয়া একজন নায়ক।
যখনই ভাবি হব নায়ক তখনই চাই যোগ্যতা
তখনই দেখি যোগ্যতার চেয়ে বেশি আমার অজ্ঞতা।
যখনই ভাবি এসব বাদ দিয়ে করবো শুরু চাকরি
তখনই মনে হয় চাকরি মানে বসের হুকুম জারী।
যখনই ভাবি সব কিছুতেই আমি হলাম জিরো,
তখনই ভাবী ও কিছু না আমার রাজ্যে আমি একাই হিরো।।
কবিতাটি ৬৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/১১/২০১৪, ১৯:৫৪ মি: