গন্তব্য যার অচীনপুরে
চেনা স্থান কি তার ভালো লাগে
রাজ্য চালিয়ে অভ্যস্ত যিনি
তাকে কি মানায় সংসার ভাগে।।
ফুটবল খেলায় চ্যাম্পিয়ন যিনি
সে কি অত বোঝে লুডু দাবা
বিড়াল যতই ভয়ানক হোক
সে কি পারে দিতে বাঘের থাবা।।
ছবি আকাঁ নেশা যার
তার মন ভরে কি আর উপন্যাসে
সোনার চামুচ মুখে নিয়ে জন্ম যার
সে কি বোঝে কি ব্যাথা সর্বনাশে।।
ক্ষুধার্ত বোঝে ক্ষুধার জ্বালা
মিষ্টি কথায় কি তার মন ভরে
ভদ্রদা প্রকাশ পায় ব্যাবহারে
কতটুকু বারে আর পোশাক পরে।।
শিল্পি বোঝে শিল্পের মর্ম
রাখাল বোঝে গরুর
মরে গেলেও নিজকর্মে বেচে থাকে সবাই
কারন শেষ আছে সব শুরুর।।
কবিতাটি ৬৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১০/১১/২০১৪, ০০:২৯ মি: