আমি ভয় দেখেছি, দেখেছি অন্ধকার
আমি কষ্ট সয়েছি, সয়েছি ব্যথার পাহাড়।
আমি ন্যায় ভেবেছি, ভেবেছি বিদ্রোহী, ভেবেছি প্রতিবাদ
আশার পাপড়ি অচিরেই ঝরেছে ন্যায় হয়েছে বরবাদ।
আমি ঘর ভেবেছি পর ভেবেছি, ভেবেছি সমাজ দেশ
সবাই সবার সব পেয়েছে আমার সুন্দরের হয়েছে শেষ।
ভাবনা আমার সুন্দর ছিলো, ছিলোনা পরিবেশটা
তাই আমি ব্যার্থ হয়েছি করেও শেষ চেষ্টা।
চেষ্টা আমার যথার্থ ছিলো কিনা তা আমি জানি না
তবে আমি কোনো মহা মানব নই তাই আর পারি না।
আমি ভীতু আমি মহাভীতু
আমি এখন চরম দূর্বল, রোগে শোকে মহা কাতর
অল্প শোকেই এখন আমি হয়ে যাই কঠিন পাথর।
আমি নই কোনো মুক্ত মানব, করতে পারি না যখন যা চাহে এ মন
সব কিছুতেই জড়িয়ে আছে আশে পাশের আর পরিবারের পিছু টান।
আমি শুকনো আমি রুগ্নো আমি মহা দূর্বল
আতœসম্মানের দোহাইয়ে অর্ধাহারে অনাহারে গায়ে নেই কোনো বল।
আমি নই কোনো যাদুকর আমার নেই কোনো আলাদিনের চেরাগ
আমি চাইলেই এখন পারি না ডিঙ্গাতে অত্যাচারির ব্যারাক।
আমি গরিব, আমি ভিখারি আমার নেই কোনো অপমান
পেটের দায়ে জীবনের পানে অকপটেই নেই সকল দান।
আমি মিথ্যাবাদি, অন্যায়কারী চরম অন্যায় বিচারক
সত্য মিথ্যা কোনোটাই ভাবী না ভাবী শুধুই আমার ভালো হোক।
কবিতাটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/১০/২০১৪, ০০:৫২ মি: