আজ সুখ কে ছুয়ে দেখতে ইচ্ছে করে
কোনো বাধা ধরা নিয়ম কে নয়
আজ একটু বেশি বেসামাল হতে ইচ্ছে করে
উপেক্ষা করে সকল লজ্জা ভয়।।
আজ একটু বেশি ভালো হতে ইচ্ছে করে
যেখানে থাকবে শুধু ভালো তোমার এবং আমার
আজ আমার ন্যায় বিচারক হতে ইচ্ছে করে
যেখানে থাকবে শুধু ন্যায় বিচার।।
আজ আমার রাজা হতে প্রচন্ড ইচ্ছে করে
বসতে ইচ্ছে করে আসনে রাজার
আজ আমার ইচ্ছে করে একটা আকাশ বানাই
সে আকাশে সমান মূল্য চাঁদ এবং তারার।।
আজ পুতুল খেলতে বেশ ইচ্ছে করে
ঘর সংসার নিজের মত করে সাজাই
আজ একটু বেশি প্রাণবন্ত হতে ইচ্ছে করে
যেখানে শুধূই প্রাণের ছোয়া পাই।।
আজ আমার ইচ্ছে করে শুধুই ভালোবাসা
কোন নির্দিষ্ট গন্ডি বা নির্দিষ্ট জনাকে নয়
আজ একটু বেশি মানবিক হতে ইচ্ছে করে
যেখানে সর্বত্রই শুধু মানবতা রয়।।
আজ আরো একটু সভ্য হতে ইচ্ছে করে
নয় কোনো অসভ্যতা অণ্যায় অত্যাচার
আজ একটু মডার্ণ হতে ইচ্ছে করে
নিপাত যাক অপসংস্কৃতি কুসংস্কার।।
আজ একটু শিক্ষিত হতে ইচ্ছে করে
যে শিক্ষায় আতœা হবে শিক্ষিত
আজ শুধুই সত্য সপথ নিতে ইচ্ছে করে
যে দৃঢ প্রতিজ্ঞায় হবো চুরান্ত দীক্ষীত।।
আজ একটু বেশি পরিস্কার হতে ইচ্ছে করে
পরিস্কার করতে ইচ্ছে করে সমস্ত দেহ মন
আজ সকল অপরিস্কার কে ধুয়ে দিতে ইচ্ছে করে
যেখানে অপরিস্কার থাকবে না আমাদের কোনো জন।।
আজ একটু সামাজিক হতে ইচ্ছে করে
দেখতে ইচ্ছে করে একটি সুন্দর সমাজ
আজ দূর্বলতা ভেঙ্গে দিতে ইচ্ছে করে
দিতে ইচ্ছে করে বাধ ভাঙ্গার আওয়াজ।।
আজ একটু বেশী শালীন হতে ইচ্ছে করে
মুছে ফেলতে ইচ্ছে করে সকল অশ্লীলতা
আজ একটু মার্জীত হতে ইচ্ছে করে
কোনো তর্ক বা বাড়াবাড়ি নয় অযথা।।
আজ একটু সংসারী হতে ইচ্ছে করে
গড়তে ইচ্ছে করে সুন্দর একটা সংসার
আজ একটা পরিবার দেখতে ইচ্ছে করে
যেখানে অভাব নেই ভালোলাগা ভালোবাসার।।
আজ একটু কবি হতে ইচ্ছে করে
লিখতে ইচ্ছে করে একটি কবিতা
আজ একটি স্বপ্ন দেখতে ইচ্ছে করে
যেখানে থাকবে ভালোবাসার ছবিটা।।
আজ আমার কৈশরে ফিরে যেতে ইচ্ছে করে
হতে ইচ্ছে করে নিষ্পাপ শিশু
প্রতিটি মুহূর্তে আনন্দ পেতে ইচ্ছে করে
আনন্দ করতে চাই ছাড়াই কোনো ইস্যু।।
আজ সকল যুদ্ধ বন্ধ করে দিতে ইচ্ছে করে
পিষে দিতে ইচ্ছে করে সব হিংসা প্রতিহিংসা
আজ ইচ্ছে করে ফিরিয়ে দেই তাদের ঋন
যারা আমাদের ভাষা ও দেশের জন্য দিয়েছে জীবনটা।।
আজ একটু কৃতজ্ঞ হতে ইচ্ছে করে
হতে ইচ্ছে করে একটু বিনয়ী
সবুজ একটা বাংলাদেশ দেখতে খুব ইচ্ছে করে
ইচ্ছে করে একটা নির্মল বিশ্ব দেখী।।
ইচ্ছে করে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি
যাদের জন্য নিচ্ছি শ্বাস প্রশ্বাস
ইচ্ছে করে নিজের অস্তিত্ব কে ভালোবাসি
নিজেদের সাথে করি সুখের স্বর্গে বসবাস।।
আজ একটু ধার্মিক হতে ইচ্ছে করে
করতে ইচ্ছে করে ধর্মের প্রতি শ্রদ্ধা
আজ দানবীর হতে অনেক ইচ্ছে করে
হতে চাই বিপথগামীর সহ যোদ্ধা।।
আজ প্রান খুলে হাসতে ইচ্ছে করে
ইচ্ছে করে সব কান্না ভুলে যাই
আজ সব ভালোর মাঝে ডুব দিতে ইচ্ছে করে
খারাপ নামের কোথাও কিছু নাই।।
ইচ্ছে করে একটি সুন্দর কিচ্ছা শুনি
সুখী রাজা রানী ঠিকই আছে রাক্ষুসীটা নাই
ইচ্ছে করে সব ভয় দূর করি
ভয় নামে কোনো শব্দ অভিধানে না পাই।।
আজ একটু রসিক হতে ইচ্ছে করে
পুরোটা সময় ধরে রসিকতা করি
ইচ্ছে করে কৃষকের মাঠের ফসল হয়ে
সোনায় সোনায় গোলা ভরি।।
দুরন্ত দানপিঠে হতে ইচ্ছে করে
ইচ্ছে করে ভুলে যাই সকল জড়তা
ইচ্ছে করে সামনে শুধু সামনে এগিয়ে যাই
ভুলে যাই হেটেছি পথ কতটা।।
ইচ্ছে করে বিয়োগ বিচ্ছেদ সব ভুলে যাই
জীবনে আসুক শুধু যোগ আর যোগ
ইচ্ছে করে দুঃখ দৈন্য সব ঝেড়ে ফেলে দেই
জীবন থেকে নিশ্চিহ্ন হয়ে যাক সব রোগ শোক।।
ইচ্ছে করে মায়ের যোগ্য সন্তান হই
স্বামীর যোগ্য স্ত্রী আর স্ত্রীর যোগ্য স্বামী
ইচ্ছে করে জীবনের প্রয়োজনে জীবিকা হই
আর সবার প্রয়োজনে আমি।।
ইচ্ছে করে সব বিবেধ ভুলে যাই
বৈষম্য ঝেরে ফেলে একটি বন্ধন জুড়ি
ইচ্ছে করে নতুন কোনো ইতিহাস গড়ি
শুধুই ভালো এবং নতুন কিছু করি।।