অস্থায়ী জোর  ২
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৯-২০২৪ ইং

সময়ের কাঁটা ঘুরে এক দুই তিন,
এইভাবে বেলা শেষে কেটে যায় দিন।
রাত শেষে ভোর হয় ঘুম ভেঙে যায়,
আয়ু যদি নাহি থাকে চির ঘুমে হায়!

আগুনের লেলিহান শেষ হয় জ্বলে,
মোমবাতি জ্বলে জ্বলে ধীরে ধীরে গলে।
জীবন প্রদীপটাও জেনো শেষ হবে,
জানে না কখনো কেউ হবে তা যে কবে ?

পড়ে আছো লালসার কাম ক্রোধ মোহে,
রাহাজানি হত্যাযজ্ঞ ক্ষমতার দ্রোহে।
কচুর পাতার পানি এ ক্ষমতা ভাই,
সকালের বাদশাহী বিকালে তা নাই।

সময়ের ব্যবধানে হারাবে যে সব,
ক্ষণিকের মোহ জালে ভুলে আছো রব।
অতীতের ইতিহাসে দেখো ধরাধাম,
সবাকার চেনাজানা ফেরাউন নাম।

বিষধর শক্তিশালী আইনের হাত,
অবিচার নিপীড়নে ঘাতকের ঘাত।
লানত রবের পড়ে শেষ বেলা ওই,
ক্ষমা নাই হায় হায় ক্ষমতাটা কই?