অনুতাপী
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০৫-১১-২০২৪ ইং
আমি যদি মরে যাই করে দিও ক্ষমা,
অন্তরে রোষ পুষে রাখিও না জমা।
চলাফেরা কথা কাজে হলে গরমিল,
কলহের দাগে কেহ মেরো নাকো সিল।
আমি তো মানুষ মোর হতে পারে ভুল,
সে ভুলের অপরাধে দিও নাকো শূল।
প্রাণ-প্রিয় ভাই-বোন, বিবি ছেলে মেয়ে,
সুনজর দিয়ে দেখো সকলেই চেয়ে।
হয়তো পারিনি হক করতে আদায়,
হে প্রিয় স্বজন তার আগেই বিদায়!
অনুশোচনায় বুকে ব্যথার পাহাড়,
বুক চিরে দেখো শুধু বাজে হাহাকার!
জানি না কখন কবে আসবে মরণ?
চিন্তিত মনে তাই শঙ্কে স্মরণ !
হাঁটু গেঁড়ে করজোড়ে মাফ চাই আমি,
মৃত্যুর আগেই এ করুণাকামী।
ওগো মহা রব তুমি ক্ষমাশীল অতি!
আজ তব দ্বারে এই শির করি নতি।
এ গোলাম গুনাগার পাপী মহাপাপী!
মাফ করো বিনয়ের সাথে অনুতাপী।