শিক্ষার অভাব
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা১১-০৯-২০২৩ ইং
শিখতে পারোনি ভদ্রতা তুমি
শিক্ষা সনদ হাতে,
তব আচরণে রুষ্ট সমাজ
গরিবেরে মারো ভাতে।
কাহাকে কিভাবে বচন শুনাবে
কিভাবে বলবে কথা?
ডিগ্রি ধারণ করিয়াছো তবু
হয়নি তোমার শেখা।
অন্যের মানে আঘাত হানিয়া
মস্ত নিজেকে ভেবে,
নিচু হীন যারা পদচাপে তারা
দিচ্ছো মাটিতে দেবে।
আকাশ পাতাল মধ্যখানের
শূন্যতে বসবাস,
কেরোসিন শিখা চন্দ্রের দেখা
পাতালের করো নাশ।
নাহি ভাবো কভু ঈশ্বর প্রভু
ক্ষমতার বলে চলো,
স্বার্থ যেখানে রও তো সেখানে
অর্থের মোহো ঢলো।
পাতালে তোমার ভিত গাড়া ঠায়
তার উপরেই ঘর,
ইট পাথরের রড সিমেন্টে
ভাবছো লাগে না ঝড় ?
ভেবে নিও ভাই গরিব দুখীর
রক্ত ঘামের ভিত,
শক্ত হস্তে রাখিয়াছে ধরে
যুগ যুগ ধরে নিত।
পতাল কখনো কাঁপিয়া উঠিলে
আসিবে ভীষণ বেগ,
ভাঙবে তখন শখের দালান
হারাবে আহার ডেগ।
মর্যাদা জেনো ওদেরও আছে
ঠিক তোমাদের মত,
নাই শুধু হায় জেব ভরা তাই
শিরখানা হয় নত।
তাদেরও দেখো সুনজর দিয়ে
তারা তোমাদের বল,
বিবেকের জ্ঞানে চোখ বুজো ধ্যানে
আসবে চোখের জল।