অনেক ভালোবাসি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-১২-২০২৪ ইং
ভেবোছো কি মনে তুমি ভুলে গেছি হায় ?
তুমি ছাড়া এ জীবনে কিছু আর নাই।
ভাবনায় রয় যদি এই তব মন,
গবেষণায় দেখো তবে কিছুক্ষণ।
পাবে খুঁজে ভুল ভুল ভুল ধারণা,
সারাজীবনের শুধু তুমি সাধানা।
পারবো না পারবো না হারাতে তোমায়,
তোমাতেই খুঁজে দেখো পাবো গো আমায়।
যেদিন তোমাকে আমি দেখেছি প্রথম,
ময়ূরের ন্যায় মনে তুলেছি পেখম।
দু'মনের লেনাদেনা চোখ ইশারায়,
আমার আমিতে নাই তোমাতে হারাই।
মনের গহীন থেকে আরও গহীনে,
নীড় বেঁধেছে যে মন সঙ্গোপনে।
ফিরিবার পথ নাই সেখান থেকে,
তুমিহীন যাই বলো কোথায় বেঁকে?
ভুল বুঝে মনটাকে করো না কালো,
তুমি আশা ভালোবাসা জীবনের আলো।
হাসো না হাসো না দেখি একটু হাসি,
তোমাকে অনেক আমি ভালোবাসি।