অমানুষ
মোঃ ইব্রাহিম হোসেন
সাবধান সাবধান সাবধান ভাই!
আমরা গোলাম ওই রবের সবাই।
তাঁর অভিপ্রায়েতেই এসেছি ধরায়,
মাটির মানুষ কেন তফাতে জড়াই?
আজ আছে বৈভব বাড়ি-গাড়ি সব,
ইহা তো তোমার না দিয়েছেন রব।
আসিয়াছো খালি হাতে যাবে খালি হাত,
যাবে না কবরে কেহ কভু তব সাথ।
থাকবে না গায়ে জোর কভু চিরদিন,
মানুষেরে ঘাই দিয়ে বাড়িয়ো না ঋণ।
ঝরালে নয়ন কারো অবনীর মাঝে,
ব্যর্থ জীবন ভাই আসবে না কাজে।
টাকা আছে জোর আছে, আছে ওই রূপ,
কতদিন টিকে রবে দিয়ে তাতে ধূপ?
পৃথিবীর মায়াজালে লালসা আবেশ,
সময়ের ব্যবধানে হবে সব শেষ!
আচার ও আচরণ হয় ভালো যদি ,
মরেও অমর তুমি হবে নিরবধি।
মানবের প্রেমে যদি নাহি থাকে মন,
মানুষ না, অমানুষ নও প্রিয়জন।