ভুলতে পারি না (সংগীত)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-১০-২০২৪ ইং
ওগো মোর প্রিয়তমা! আ আ
তোমাকে যায় না ভোলা,
যত ভাবি যাবো ভুলে এ এ
তত বেশি পাই যে জ্বালা।
কান্নারা আমার সাথী
আঁধারে হারায় বাতি,,
আর কত করবো বহন
বলো প্রিয়া দুখের ভেলা। ঐ
পথপানে চেয়ে থাকি
তুমি ফের আসবে বলে,
এ বুকে ব্যথার সাগর
ভাসি দেখো নয়ন জলে।।
কিবা ছিলো মোর অপরাধ?
পেলাম এত বড় অপবাদ!!
সাত বছরের এ প্রেমে
বুকটা ফালাফালা। ঐ
তোমাকে কি ভালোবাসা
এ জীবনে ছিলো বড় ভুল?
পাইনি'কো সুখের দেখা
হারালাম দুই দু'টি কূল!!
কত ব্যথা এ বুকে জমা
নাই দাঁড়ি নাই তো কমা,,
বুক ফাটে মুখ ফুটে না
দুই ঠোঁটে লাগানো তালা। ঐ