ভুল বুঝো না তুমি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-১০-২০২৪ ইং, সোমবার।
একটা আমার কসুর ছিলো ব্যর্থ প্রেমিক আমি,
ভুল বুঝোনি দাওনি আঘাত ভালোবাসাই দামি।
অন্যজনের তরে আমার কাঁদতো সদা হিয়ে,
দুঃখ তোমায় দিয়ে গেছি কষ্ট বুকে নিয়ে।
স্বার্থপর ও বেঈমান আমি নিজের কথাই বলে,
শান্তি পেতাম ভাসতে তুমি দুই নয়নের জলে।
তবুও ছিলে আমার ঘরে নুরের প্রদীপ জ্বেলে,
বলো গো বৌ বলো না আজ কী জীবনে পেলে?
জানি আমি মানি তা সব কষ্ট পেয়েও তুমি,
আমার বুকেই মাথা রেখে শান্তিতে রও ঘুমি।
চাওনি কিছু চাওয়ার ছিলো আমার ভালোবাসা,
সত্যি করে বলছি এখন তুমিই বাঁচার আশা।
ভুল করেছি, ভুল করিনি তার প্রেমেতে পড়ে,
প্রেমের কারণ তোমায় বরণ মনের করিডোরে।
আমার কথায় বিশ্বাসী না আজকে তুমি জানি,
তোমার তরেও ঝরে আমার দুই চোখেরই পানি।
চাই না কিছু আর জীবনে চাই তোমাকে বধূ,
স্বর্গীয় সুখ অমৃত ধারা জান্নাতি ফুল মধু।
তোমার সাথে জোড়া বাঁধা চাই তোমাতে মরণ,
অমর প্রেমের সঙ্গী তুমি মন করেছো হরণ।