ভাঙা গড়ার ঢেউ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৭-১২-২০২৪ ইল

সংগ্রামের এই রণাঙ্গনে
মানবজাতির বাস,
আজ আছে হায় কালকে তা নাই
তবু অনেক আশ।

স্বপ্ন-আশা ভালোবাসা
পুষ্পবাগের ফুল,
জীবন নদীর জোয়ার-ভাটায়
কেউবা হারায় কূল।

রঙ-বেরঙের দালান-কোঠা
কত সুন্দর সাজ!
কারো যে ফের ভাঙা ডেরা
বস্ত্র ছেঁড়ায় লাজ।

এইতো বিধির নিয়ম মাফিক
চলছে ভবের কাজ,
কেউ দুখে রয় অশ্রু ঝরায়
পায় কেহ রব নাজ।

তাই বলে তো স্বপ্ন দেখার
নাইকো বারণ ভাই,
পূরণ করার মালিক প্রভু
তাঁর কাছে সব পাই।

আসবে জীবন নদীর কূলে
ভাঙা গড়ার ঢেউ,
ধৈর্য ধরো রবকে স্মরো
ভয় করো না কেউ।