উচিৎ কথায় বন্ধু বেজার
================
উচিৎ কথায় বন্ধু বেজার,
থ বনে যাই কী গুলজার!
নিজের বেলায় ষোলআনা,
নাই অপরের পরোয়ানা।
এই যদি রয় মানবতায়,
থাকবে না কেউ নীরবতায়।
ইয়া বকী রব ধ্বনি ছেড়ে,
সৎ মানুষে যাবে তেড়ে।
পালানোর পথ আর পাবি না
আসবে কখন টের পাবি না।