তুমি প্রেমের ফুল
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১৮-১০-২০২৪ ইং, শুক্রবার।

এক দিনও না দুই দিনও না তিনটি বছর ধরে,
কল্পনাতে জল্পনাতে যাই তোমাকে স্মরে।
আর পারি না মন মানে না বলবো কেমন করে?
পাগলপারা দিশেহারা মরছি প্রেমের জ্বরে।

আর থেকো না প্রিয়তমা না জানার ভান করে,
ফুল ফোটে না তুমি বিনা হায়, যায় ফোটা ফুল ঝরে।
হাত বাড়ো না দাও প্রেরণা বাঁচবারই সাধ জাগে,
এই হাসো না কাছে আসো না প্রেমের অনুরাগে।

আর কতদিন বলো তুমিহীন থাকবো একা একা?
প্রাণেরই পাখি তোমাকে ডাকি দাও আমাকে দেখা।
মন দিয়েছি প্রাণও দিয়েছি নাই কিছু আর বাকি,
শূন্য হৃদয় হয় না উদয় সূর্য মেঘে ঢাকি।

হাসলে তুমি জগতভূমি পূর্ণিমায় হয় আলো,
তুমি জাননি কভু শোননি কত না বাসি ভালো!
নাই টেলিফোন নাই যে পিয়ন কীভাবে তা জানাই?
মনেতে হাউস পাই না সাহস গোপনে বাজে সানাই।

প্রেমেরই সৃষ্টি হও না বৃষ্টি ঝরে পড়ো মনবনে,
দূর নীলিমায় হৃদ মোহনায় রইবো একই সনে।
কাটে না প্রহর ফজর ও যোহর না-পাই সাগরের কূল,
দেখো না চেয়ে মিষ্টি মেয়ে তুমিই তো প্রেমের ফুল।