ট্রেনের বাড়ি কই?
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৭-২০২৪ ইং

রেলের উপর ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
ট্রেন বলে ভাই স্টেশনে
থমক থমক রই।

নাই কোনো মোর ঠাঁই ঠিকানা
রেলের উপর ভর,
শনশন করে দিগ্বিদিকে
জয় করে যাই ডর।

আমার প্রতি বগির ভেতর
দুইটা করে দোর,
যাত্রী বহন করতে থাকি
দিন কিবা রাত ভোর।

বিলের পরে বিল পাড়ি দিই
মাঠের পরে মাঠ,
দূরদূরান্তে তেপান্তরে
তটিনীর পথ ঘাট।

পুলের 'পরে যাই যখনই
ঝন-ঝনাঝন সুর,
পথ শিশুরা হাততালি দেয়
দাঁড়িয়ে থাকে দূর।

নাই বাড়ি ঘর সংসার আমার
যাত্রী বহন কাজ,
গন্তব্যতে পৌঁছাইয়া দিই
করে মাথার তাজ।