তোক
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনা: ০২-০২- ২০২৫ ইং

স্বল্প দিনের আয়ুর শ্বাস
নাই কি মনে একটু ত্রাস,
দম ফুরালে জীবন নাশ
দিচ্ছো তুমি কাকে বাঁশ ?

আজকে শিরে সোনার তাজ
রাজ-আমিত্বে মন্দ কাজ,
বিবেক নাশা হরণ লাজ
পড়বে তোমার মাথায় বাজ।

কর্ম যেমন তেমন ফল
সৎ সততায় বাহুর বল,
অসৎ কর্মে চোখের জল
নিত্য গ্লানির শ্রাবণ ঢল।

আজ ক্ষমতা কালকে নাই
হয় নিরুপায় তখন ভাই,
পাপের সাজা পাপী পায়
নাইকো রেহাই যেদিক ধায়।

আমলা-কামলা দালাল লোক
অল্প দিনের তীব্র শোক,
স্বৈরাচারীর পাষাণ ঢোক
দিনের শেষে হস্তে তোক।