টাকায় বাড়ায় মান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০২-২০২৫ ই
টাকাতে দেয় জগতে মান
টাকা দিয়েই হয় কত দান!
টাকা বিহীন নয় কখনো জীবন মূল্যবান,
হায়রে টাকা তুই হীনে লোক পায় না পরিত্রাণ।
টাকায় মিলে আয় রুজি কাম
হয় যে কত তার ভবে দাম!
রামছাগলেও উল্লাসে কয় বল হরিরাম রাম,
বিখ্যাত হয় শ্রদ্ধা মানে এই নীতিতেই ধাম।
কান্না টাকায় হাসিও টাকায়
সাধের জীবন রয় যে ফাঁকায়
হয় যে টোকাই পথের ধারে যার টাকা নাই হায়!
পথিমধ্যে রাস্তা হারায় হয় সে নিরুপায়।