তারুণ্যের ঝড়
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০৮-১২-২০২৪ ইং

এই পৃথিবীর এই তো নিয়ম তারুণ্যে রস ঝরে,
প্রেমের প্রেমিক প্রেমিকারা প্রাণপণে যায় লড়ে।
ভালোলাগার ভালোবাসা তারুণ্যে টান মারে,
রক্তক্ষরণ হলেও তারা যায় ছুটে তার ধারে।

যৌবন আসার সঙ্গে সঙ্গে তাই বেঁধে দাও জোড়া,
যৌবনে পা পদার্পণে ঠিক থাকে না ঘোড়া।
উতলা ঘুঘুর পাঁচ পা হাতির চঞ্চলে মন খাড়া,
ভাল্লাগে না পাঠশালা বয় প্রেম-সাগরের ধারা।

কর্মটা তাও যেমন তেমন ভাবনা মনের কিছু,
পাগল বেশে ছুটে চলে অচিন পরীর পিছু
যায় না বলা মনের কথা মনটাকে খায় কুরে,
স্বপ্নলোকের অধীশ্বরীর মন খুঁজে তাই ঘুরে।

যেই বাগানে ফুল দেখে সে সেই বাগানের মালি,
মনের বাগের ফুলদানিতে স্বপ্নে সাজায় ডালি।
হয় না রে তার নামাজ কালাম বনের পাখির খোঁজে,
দিবানিশি সেই পাখিটার প্রার্থনাতে রোজে।

কীভাবে যে বুঝাই আমি তারুণ্য রূপ কেমন ?
তির বিঁধে ভাই বুকের মাঝে হয় জ্বালাতন যেমন।
তাই বলি দাও জোড়া বেঁধে পাত্র বিয়ের এলে,
সব সমাধান বিয়ের মাঝে বর-বধূ রূপ পেলে।