সুবাস ভরা ফুল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-১১-২০২৪ ইং

মুমিন হৃদে আনন্দেরই
উত্তেজনার ঢেউ,
পুষ্প হয়ে ফুটলো ভবে
মহামানব কেউ।

চারিদিকে খুশির জোয়ার
উল্লাসেরই ঝড়,
আলোকিত বিশ্বভুবন
নাই আঁধারে ডর।

আকাশ-বাতাস, সাগর-নদী
বৃক্ষ-লতার মূল,
প্রিয় নবীর নাম মুহাম্মদ
এই তো মুখের বুল।

ঝর্ণাধারার জলের রাশি
ছলছলে বয় কয়,
নবীর প্রেমে খুশির আমেজ
তাঁর নামে সব জয়।

দিশেহারা চাঁদ সেতারা
আহ্ কী দারুণ রূপ!
তাঁর গুণগান গায় সকলেই
মর্ত্যলোকে চুপ।

বনের পশু পাখ-পাখালি
সেই নামে মশ'গুল,
দূর মদিনায় নূরের জ্যোতি
সুবাস ভরা ফুল।

সেই ফুলেরই মাতওয়ারা সব
জিন ফেরেস্তা'কুল,
ত্রিভুবনের শ্রেষ্ঠ নবী
নাই কোনো তাঁর তুল!