সত্য বেজায় তিক্ত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৫-০৭-২০২৪ ইং

সত্য কথা তিক্ত বেজায়
সত্য কথায় হয় রাজাকার,
বাংলাদেশের এই তো বিধান
সন্ত্রাসী যে চায় অধিকার।

কোটা প্রথা বাতিল স্লোগান
তাই রাজাকার অনাধিকার,
তারাই ভীষণ অত্যাচারী
নাই মানবিক ধর্মাধিকার।

হক কথাতে জেল কারাগার
রাজাকারের বংশধর এই,
মার শালারে ধর শালারে
বঙ্গতে তার জায়গা তো নেই।

সত্য ন্যায়ের পক্ষে যারা
জামাত শিবির তারাই দেশের,
দুর্নীতিবাজ ধর্ষক ওরা
মুখোশধারী সাধু বেশের।

হাদিস কোরআন পড়নে ওয়ালা
রাজাকারের বাচ্চা তারা,
মাথায় টুপি জুব্বা পরা
দেশদ্রোহী বিদেশ তাড়া।

স্বাধীন দেশের নীতিমালায়
এই তো আইন পাশ হয়েছে,
সত্যবাদীর নাই কোনো ঠাঁই
মিথ্যাবাদীর সব রয়েছে।

সুদ ও ঘুষের মান বেড়েছে
হ্রাস পেয়েছে সৎ সততার,
সোনার এ দেশ খাচ্ছে লুটে
বিবেক নাশের এই অবতার।

আর কতকাল চলবে এ হাল
রক্তক্ষরণ দেখবো কত!
একাত্তরের রক্তদানে
স্বাধীনতার অবনত।

দেশ কাঁদে আজ হাহাকারে
স্বাধীন হয়ে কিবা পেলো,
শেখ মুজিবের ন্যায়-নীতি আর
আদর্শটা কোথায় গেলো?