সম্প্রীতির বন্ধন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১১-০২-২০২৫ ইং
গোদাগাড়ী, রাজশাহী।

ভালোবাসার মিলনমেলা
সাম্য-প্রীতির বন্ধনে,
প্রস্ফুটিত ফুলের কলি
স্বর্গীয় এক নন্দনে।

নাই ভেদাভেদ আমরা আবেদ
আল্লাহ তা'লার সৃষ্টিতে,
স্বর্গপুরের উদ্যান হতে
ধরায় এলাম বৃষ্টিতে।

সৃষ্টিকারী এক বিধাতা
আমরা যে তার বান্দাতে,
লোভের মোহে বৈষম্যতে
থাকবো কেনো ধান্দাতে ?

সম্প্রীতির এই ভুবন মাঝে
নই কারো সাথ দ্বন্দ্বতে,
সুর তুলে যাই এক একতার
কাব্যমালার ছন্দতে।

বিবেকনাশা বিবেকহীনে
চক্ষু থেকেও অন্ধতে,
ইবলিশেরই আশকারাতে
তাই থাকে সে মন্দতে।