সহজ-সরল মানুষ আমি
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ৩০-১০-২০২৪ ইং

সত্য কথায় বন্ধু বেজার
বন্ধুত্বে ফাট ধরে,
স্বার্থে আঘাত লাগলে পরে
শত্রুতাতে লড়ে।

কেউ জ্বলে ফের কেউ গলে যায়
এই তো মানব রীতি,
তাই বলে কি রাখতে মানা
আমার সঠিক নীতি?

সত্য পথের পথিক আমি
বিদ্রোহী সুর ঠোঁটে,
লাঞ্ছনা আর গঞ্জনাতে
মান কি কভু টোটে?

আমার পথে চলবো আমি
ধারধারি না কারো,
অহং বলো নম্র বলো
ইচ্ছে যা তাই পারো।

অল্প জ্ঞানের ক্ষুদ্র প্রাণি
অল্পতে রই খুশি,
সহজ-সরল মানুষরে ভাই
হিং মনে না পুষি।