সিয়াম সাধনার সঙ্গী তুমি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-০৩-২০২৫ ইং
দিন রাত সারা'ক্ষণ তোমাকেই খোঁজা,
উন্মাদ হয়ে যাই আসলে এ রোজা।
সঙ্গ তোমার চাই রমজান ঘ্রাণে,
জাগ্রত নবরূপ উদয়ন প্রাণে।
রোজার হালতে চাই দেখুক নয়ন,
মলিনে বদনখানি তবু'ও চয়ন।
সে তো আর কেউ নয় তুমি প্রিয় বধূ,
শুকনো ফুলেও যেন তরতাজা মধু।
সাধ জাগে পাশাপাশি জায়নামাজেতে,
দাঁড়িয়ে নামাজ পড়ি নই নারাজেতে।
দু'জনে দু'জন মিলে তুলি দু'টি হাত,
রব দ্বারে ক্ষমা চাই করি মোনাজাত।
ইচ্ছেটা জাগে আরো তৃষ্ণাতে পানি,
কণ্ঠে তোমার শুনি কোরানের বাণী।
বুঝো কি বুঝো না তুমি তা না জানি আমি?
এই শুধু চায় পেতে তোমার এ স্বামী।
কত সাধ জাগরণ অবুঝ এ মনে!
সিয়াম কাটুক শুধু তোমার'ই সনে।
কী দারুণ মুহুর্ত নাই ভাষা জানা!
সেহরি ও ইফতারে একসাথে খানা।