শূন্য বালুর চর (সেই তুমি নেই আজ)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-০৭-২০২৪ ইং
সঙ্গী ছিলে মারলে কিলে
করলে হরণ সবই,
এই না ভবে মনের নভে
ওঠে না হায় রবি!
কোথায় আছো কেমন আছো
আছো বা কার বুকে?
বিরহ বাণ বক্ষে নিধান
মরছি ধুঁকে ধুঁকে।
ফুল ফোটে না চাঁদ হাসে না
আজ তোমাকে বিনে,
আঁধার ভুবন বয় না পবন
ক্ষয় তনু রাত দিনে।
ভীষণ দহন যায় না সহন
ভালোবাসায় কেনা,
ছিলাম আপন শত্রু এখন
প্রেমের দায়ে দেনা।
দুঃখ জ্বালা গলার মালা
নাই কোনো সুখ ভালে,
যেখানে যাই না আছে ঠাঁই
সয় নাকো ভর ডালে।
বিষাদ ভুবন সাধের জীবন
ভাঙে নিঠুর ঝড়ে,
বুকের জমি মরুর ভূমি
শূন্য বালুর চরে।