শেষ জীবনের মোনাজাত
মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী
রচনাঃ ২৯-১০-২০২৪ ইং।
বয়স বেড়ে কমলো আয়ু
পাক ধরেছে চুলদাড়ি,
কখন জানি ডাক এসে যায়
কবর হবে ঘরবাড়ি!
ভাবনা মনে সঙ্গোপনে
ওগো প্রভু দাও ক্ষমা,
কত শত ভুল করেছি
কাঁধের 'পরে পাপ জমা!
বান্দা পাপী অনুতাপী
তুমি বিনা নাই কেহ,
তোমার দ্বারে জারেজারে
কেন্দে করি ক্ষয় দেহ।
ইচ্ছাকৃত অনিচ্ছাতেও
হয় যদি মোর অনাচার,
জাহেরি পাপ বাতেনি পাপ
মাফ চাহি রব তোমার দ্বার।
অশ্রু গড়াই এ বুক ভাসাই
চোখের জলে বয় নদী,
পুণ্যবিহীন আমলনামা
অর্জিত হায় সব বদি!
পারবো নাকো সইতে কভু
নরক জ্বালার অগ্নি ভার,
কালহাশরের কঠিন দিনে
দয়াল প্রভু দিও ছাড়।
চাই না কিছু একটা চাওয়া
শেষ জীবনের মোনাজাত,
ক্ষমার আশায় তুলেছি আজ
পাপে ভরা দুইটি হাত।