শব্দ প্রেমিক আমি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-১১-২০২৪ ইং

একটা পুঁজি শব্দ খুঁজি শব্দ প্রেমিক আমি,
তাই যদি পাই অন্তরে ঠাঁই সবচেয়ে তা দামি।
অর্থ শিখি বাক্য লিখি মাত্রা গুনে গুনে,
ছন্দ তালে দ্বন্দ্ব ভুলে ঝংকারা সুর শুনে।

শব্দ প্রেমিক ছন্দে লিরিক হয় সৃজনে কাব্য,
নতুন করে মর্ত্য ঘুরে কল্পকামী ভাব্য।
এক লাইনে দুই লাইনে পর্ব অতি'পর্বে,
কাব্যমালা পূর্ণ ডালা উচ্ছ্বাসনে সর্বে।

এমনি করে পুঁথি ভরে উপন্যাসের ডালি,
হয় সূচনা এক রচনা পূর্ণতে না খালি।
উল্লাসে সব খোশ কলরব গ্রন্থমালার কবি,
মন মুদিত হয় উদিত রঙিন প্রভাত রবি।