সিগারেট আর প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ২১-১১-২০২৪ ইং

সিগারেট এক নেশা প্রেমে বাড়ে তৃষা,
প্রেমে যদি পড়ে মন হারায় সে দিশা।
সিগারেট আর প্রেমে নাই ভেদ এক,
টান দিলে জ্বলে ছাই ঠোঁটে দেয় ছ্যাঁক।

সিগারেট প্রিয়জন সিগারেটখোর,
প্রেমিক-প্রেমিকা প্রেমে ডাকাত ও চোর।
উঠে যদি নেশা তার ছুটে যায় বন,
টানে টানে ধোঁয়া ছাড়ে তৃপ্তে শিহরণ।

প্রথমে শুরুর ক্ষণ কী মধুর লাগে!
হাসে চাঁদ তারা আর ফুল ফোটে বাগে।
একাকারে দিশেহারা সুখের লগন,
সিগারেট প্রেমে হয় হরষে মগন।

ধীরেধীরে জ্বলে শেষ আগুনের তাপ,
প্রেমের ছ্যাঁকাতে বিষ বিনাদোষে পাপ!
শেষ টানে হৃদয়ের করিডোরে চোট,
বিরহ ব্যথায় ভাঙে দু'জনের জোট।

সিগারেট আর প্রেম দু'য়ে এক ঠায়,
আঘাত দিয়েই তারা খুব মজা পায়।
জীবন বিনাশে এ দুটোই তো মূল,
যাহারা আশিক এর নাহি পায় কূল।

শেষে হায় কেঁদে যায় বুকে হাহাকার,
মরণের যম আসে বিকট আকার!
প্রেম দেয় ছ্যাঁকা আর সিগারেটে তাপ,
এর থেকে দূরে থাক বাপ ওরে বাপ!