স্বৈর দালাল
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী রাজশাহী
রচনাঃ ০৩-০২-২০২৫ ইং
তোমরা যখন লিখিছো কাব্য
স্বৈরাচারীর পক্ষপাত,
ঢালিছো ছা'য়ে ঘি ধিক্কারে ছি ছি
দিছো শহীদের বক্ষে ঘাত।
ভুলিলে কী করে খুন-রাহাজানি
উৎপীড়কদের বলাত্-কার,
তোমাদের ভাষা, আশা আকাঙ্খা
আহা কী দারুণ চমত্-কার!
তালে-বেসামাল স্বৈর দালাল
তোমরা দেশের শত্রু ভাই,
দেশদ্রোহীর গুণ্ডা পাষাণ
মনুষ্যত্বের বিবেক নাই।
লুটেপুটে হায় খাইয়াছো তাই
স্বার্থের টানে গাহিছো গুণ,
শাপলার মাঠে পথে প্রান্তরে
হত্যাকাণ্ডে ধরেনি ঘুণ?
মুখের বচন কাড়িলো যখন
সত্য বলিলে জেলখানায়,
দ্রোহের আগুন জ্বলেনি তখন
আগ্রাসনের পিলখানায়।
বাকরুদ্ধতে বন্ধ জবান
কলম খিঁচুনি ছিলো কোথায়?
নির্দোষীরে দোষের চাপায়
ভাঙিয়াছে বুক শত ব্যথায়!
যেমন তোমার কর্ম ভবের
ফল পাবে তার ঠিক তেমন,
ইসলামের এক ইতিহাস পাতে
ফেরাউন এর লাশ যেমন।