সাহসী মাল্লা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-০৯-২০২৪ ইং

আকাশে উঠেছে মেঘ পবনে ঝড়ের বেগ
বৃষ্টির ধারাপাত ঝরে ঝমঝম,
নদীতে তুফান ঢেউ মাল্লারা নাই কেউ
শঙ্কিত যাত্রীরা করে থমথম।

পাড়ি তো দিতেই হবে কে আছে জোয়ান তবে
ধরিবে কে নৌকার ভাঙা হাল এই ?
সাহসী যুবক কোথা দ্রুতবেগে এসো হেথা
প্রাণ বুঝি প্রাণ মাঝে আর নেই নেই!

নদীর ঘাটেই বাড়ি এক মাঝি তাড়াতাড়ি
ছুটিয়া আসিলো সে যে তাহাদের পাশে,
বৈঠাটা হাতে নিলো নায়ে উঠে পাড়ি দিলো
থরথর কাঁপে বুক ভয়ানক ত্রাসে!

ঝটিকাতে তুলে পাল ধরিলো নায়ের হাল
ঝড়বেগে য়ায় ছুটে ওই তরী খান,
মেঘের কী গর্জন তুফানের তর্জন
তটিনী'র মাঝখানে চলে জলযান!

ইয়া রব নাদে সব কম্পিত কলরব
বাঁচাও বাঁচাও প্রভু আমাদের প্রাণ,
বিপদের কাণ্ডারী তুমিই তো ভাণ্ডারী
তুলেছি দু'খানা হাত ওগো দয়াবান!

মহা রব ইচ্ছায় নাও পারে পৌঁছায়
সকলের মুখে ফুটে মৃদু মৃদু হাসি,
সাহসী মাল্লা ভাই সালমে দেয় বিদায়
পুনঃ দেখা হবে তবে এখন তো আসি।