সাহিত্য আজ টাকার খেলা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-১২-২০২৪ ইং
সাহিত্যেরই জগৎ যদি
টাকার খেলা হয়,
লেখক কবির মূল্য বলো
কোথায় তবে রয়?
যার টাকা ধন সেই তো কবি
সম্মাননা পায়,
শীর্ষে আসন বজ্রে ভাষণ
নৃত্যতে গান গায়।
টাকা দিলেই যায় পাওয়া মন
না দিলে দেয় গাল,
সাদা কড়ির শুভ্র বদন
মুখ হয়ে যায় লাল!
আজ প্রকৃত সাহিত্য নাই
টাকার দামে ক্রয়,
স্বর্ণপদক, রৌপ্যপদক
তিন তিয়াত্তর ত্রয়।
গরিব-দুখী লেখক যারা
কোনখানে পায় মান?
ব্যবসায়ীরা ধনাঢ্যদের
নজরানা দেয় দান।
সাহিত্য আজ টাকার খেলা
টাকাতে তার জয়,
হায়রে কপাল অর্থহীনের
সাধনাটাই ক্ষয়!