রূপের আগুন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২৪-০৭-২০২৪ ইং

রূপ দেখেছি এ পৃথিবীর দেখিনি হায় তোমায়
এইতো প্রথম দেখে,
কল্পনাতে যাই হারিয়ে কল্পজগত বানাই
স্বপ্ন চোখে এঁকে।

তোমায় দেখে চন্দ্র হাসে মন তারাদের গলে
তোমার কথাই বলে,
আহ্ কী দারুণ নাই উপমা সুন্দরী পথ চলে
রূপে আগুন জ্বলে!

কোকিলা সুর কণ্ঠ তোমার যেন মোহন বাঁশি
কোকিল গাছের ডালে,
কোমল দু'টি রাঙা ঠোঁটে মনভোলানো হাসি
টোল পড়ে দুই গালে।

হুর-পরীরাও পাগলপারা মুগ্ধ ও রূপ দেখে
দিশেহারা আমি,
কোন্ মাটিতে সৃষ্টি তোমার কোন্ কারিগর সে কে?
জানেন জগৎ স্বামী।

নিজের হাতে নিজের গুণে পয়দা করে প্রভু
রূপ দিয়েছেন তব,
বিস্মিত হই মুখটা বোবা আসে না বাক কভু
তারিফে কী ক'ব?

তোমার তারিফ তুমিই শুধু নাই কিছু আর জানা
প্রেম দিয়েছে হানা,
কেমন করে বলবো তোমায় দাওনা প্রেমের দানা?
মন করেছে মানা।

আমার চোখে  দু'চোখ রেখে দৃষ্টিতে দাও নয়ন
খুঁজে পাবে তুমি,
তোমার রূপের ঝলক লেগে ঝলসে গেছে এ মন
শূন্য বুকের ভূমি।

তুমি আমার জীবন মরণ স্বপ্ন চোখের তারায়
সুখের বসত'বাড়ি,
এই দেহেরই নিঃশ্বাস ও প্রাণ বেঁচে থাকার ধরায়
রক্তবাহী নাড়ি।

প্রেম-নগরের প্রেম-সাগরে তোমায় নিয়ে ঘুরি
একটা ছবি আঁকি,
তুমিই জীবন রঙিন ভুবন প্রথম প্রেমের কুঁড়ি
খাঁচার ময়না পাখি।