রসচোর
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১২-০১-২০২৫ ইং
আমাদের বাড়ির ধারে,
খেজুর রস ওই না ভাঁড়ে।
ভাবি তাই নাইকো বালাই,
মালিক সে পাশের খালাই।
বাড়ির পাশ বাড়ি ছিলো,
চাইনু রস না তো দিলো।
উঠলো জিদ রাতের বেলা,
করবো রস চুরির খেলা।
ফজরের আযান ক্ষণে
একাকী কেউ না সনে।
উঠে যাই গাছের 'পরে,
ভীত মন কাঁপে ডরে।
পলিথিন হাতে নিয়ে,
ঢালি রস উপর দিয়ে।
তড়িতে নেমেই পড়ি,
জননীর বিনয় করি।
মাগো মা পাপ করেছি,
চুরিতে রস পেড়েছি।
বললো মা দেখলে বাবা!
পড়বে মার এখন দাবা।
কভু না এমন এ কাজ,
করলে রব খোশ না নারাজ।
তওবা কর বাপরে ও বাপ,
চোরা জ্ঞান হয় মহাপাপ!
কান ধরি চাই যে পানা,
করবো না আর কভু মা।
করো মাফ এই খোকাকে,
বলিবো সব খালাকে।