রবের নামে কোরবান
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখ: ১৬-০৬-২০২৪ ইং

জিলহজ্জ মাসের দশ তারিখে আত্মত্যাগের দিন
ওয়াজিব পালন তোমার নামে রাব্বুল আলামিন,
দুম্বা ভেড়া গরু ছাগল কোরবানি উট তাই,
কবুল করে মাফ করো রব পাহাড় সমান ঋণ।

আল্লাহ তুমি মহান প্রভু বড়ই মেহেরবান
আমাদেরই পক্ষ থেকে কবুল করো দান,
মনের যদি ভ্রান্তি থাকে মাফ করো হে রব!
তোমার নামে গ্রহণ করো আমারই কোরবান।

বান্দা পাপী মাথা নুইয়ে তুলেছি দুই হাত
মঞ্জুর করো হে দয়াবান আমার মোনাজাত!
কোরবানির এই অসিলাতে রোজ-হাশরের দিন
পার করিয়া নিও প্রভু কঠিন পুলসিরাত।