রানির আজ্ঞা (রম্য কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১১-০২-২০২৫ ইং
গোদাগাড়ী, রাজশাহী।
বৌ যখন হয় বাড়ির মালিক
আমি যে তার কর্মকার,
হয় যখনই টাকার সিন্দুক
হই তখনই স্বর্ণকার।
বৌ যখন হয় রাষ্ট্রপতি
আমি প্রাইম মিনিস্টার,
হাকিম হয়ে হয় বিচারক
বিদেশ পাসের ব্যারিস্টার।
বৌ যখন হয় রাজ্য-রানি
আমি রাজা গোলাম তার,
হুকুম তামিল করতে পালন
উনিশ-বিশে ভাঙবে ঘাড়।
আজ্ঞা রানির শিরোধার্য
অজুহাতের উপায় নাই,
তাঁর আদেশেই আইনজারি
তিল কসুরে মর্গে ঠাঁই।
বিশাল মনের রাজ্য-শাসক
আমি হলাম তার প্রজা,
ইচ্ছাতে তার রাজাধিরাজ
অনিচ্ছাতে হই খোজা।