রমজানের ফরিয়াদ
মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী
রচনাঃ ২২-০৩-২০২৪ ইং

রমজান এসেছে যে হে মালিক সাঁই!
পাবো কি পাবো না আর তার ঠিক নাই ?
নত শিরে তুলি হাত করি মোনাজাত
এর অসিলায় চাই নাজাতের ঠাঁই।

মোরা পাপী গুনাগার পাপ ভার কাঁধে
দেখো দেখো প্রভু ওগো মুমিনেরা কাঁদে,
তারাবি নামাজ আর সিয়াম সাধন
পরকালে ফেলো নাকো দোজখের খাদে।

নাই টাকা নাই কড়ি নাই পুঁজি বল
পাপরাশি না ক্ষমিলে নরক অতল,
জামিনে রবে না কেহ কঠিন সেদিন
থরথর কাঁপে মন ঝরে আঁখিজল।

নাই সেথা ক্ষমতা ও লাঠিসোটা আর
হাতিয়ারে যাকে নিয়ে হবো পারাপার,
খালি হাত খালি দু'পা গতর না ঢাকা
সেই ভয়ে কেঁদে কেঁদে হই একাকার!

তুমি তো দয়ালু প্রভু দয়া ভরা মন
পারিবো সহিতে যে নরক যাতন,
চাতক পাখির মতো চেয়ে আছে তাই
মাফ করো ওগো রব ভাসে দু'নয়ন।