রমজানের নাজ
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ০১-০৩-২০২৫ ইং।
রমজান মাসের চাঁদ উঠেছে
কইরে মুমিন কই?
রহমতেরই দ্বার খুলেছে
উল্লাসে হই'চই।
শিকল পরা শয়তানে আজ
মুক্ত বাতাস বয়,
কবরবাসীর গোরের আজাব
এ মাসে নাফ হয়।
একটা ফরজ একটা সুন্নত
একটা নফল ভাই,
অন্য মাসের সত্তর তবু
তার সমানে নাই।
একটা হরফ পড়লে আলিফ
সত্তর নেকি হয়,
মহান রবের শ্রেষ্ঠ এ নাজ
মুমিন লোকের জয়।
এ মাসেতেই কোরাআন নাজিল
দ্বীনের নবির 'পর,
করলে আমল কাল-হাশরে
নাই নরকের ডর।
পড়বো নামাজ করবো রোজা
তুলবো দু'টি কর্,
মনের তৃষা একটা আশা
রবের খুশির তর।
আয় সবে আয় মসজিদে যাই
আজ তারাবির রাত,
আঁখির জলে দু'হাত পেতে
করবো মোনাজাত।