রক্তে রঞ্জিত জুলাই ২০২৪'
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৭-২০২৪ ইং

লাখো দামালের প্রাণের হরণ
রক্তে এ দেশ কেনা,
লাল-সবুজের বিজয় কেতন
স্বাধীনতা নামে চেনা।

জননী বোনের সম্ভ্রম দিয়ে
স্বাধীনতা ফিরে পাওয়া,
গোলামী জীবন বন্দিদশায়
বিরহের গান গাওয়া।

রক্ততে লাল একাত্তর ও
বাহান্নে জয় ছিলো,
স্বাধীনতা আজ দেশ-জনতায়
কিবা উপহার দিলো?

স্বাধীন হয়েও হয়নি স্বাধীন
বঙ্গ মায়ের জাত,
জীবনযাত্রা সামাজিকতায়
পরাধীনতার সাথ।

ন্যায় অধিকার করতে আদায়
বজ্রগুলির ঘাত,
প্রাণ বলিদান হরণেও মান
শত্রুসেনার হাত।

রাজাকার নাম উপাধিতে পায়
অধিকার চাওয়া দোষ,
কারণ বিহীন আঘাতের বাণ
হত্যা ও খুন রোষ।

শিশু ও কিশোর যুবক যুবতী
আমার ছাত্র ভাই,
সহোদর বোন সন্তান সম
বিদ্ধ গুলিতে নাই!

রক্ততে লাল রঞ্জিত হায়
বাঙলার রাজ'পথ,
শহীদি মরণ এসে যায় ধেয়ে
ওপারে যাওয়ার রথ।

শোকের মাতমে হাহাকার রব
থমকে দাঁড়ায় ধাম,
ইতিহাসে এক নতুন সূচনা
জুলাই মাসের নাম।

একাত্তরের বিভিশিকা রূপ
দেখিনি নয়ন দ্বয়ে,
দেখিলাম তাহা চব্বিশে আজ
কত প্রাণ গেল ক্ষয়ে!