রাজক্ষমতা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০২-২০২৫ ইং
গোদাগাড়ী, রাজশাহী।
চাপার বলে চাপাবাজি
মানুষ মেরে করলো খুন,
হায়রে বিবেক ঘৃণ্য সাবেক
ধরেনি তার চিত্তে ঘুণ!
রক্তক্ষরণ প্রাণের হরণ
রাজপথ হয় রক্তে লাল,
প্রশাসনের কব্জি বলে
বন্দি মায়ের ওই দামাল।
নির্যাতনে নিপীড়নে
তুললো কত গায়ের ছাল!
এই অভিশাপ কান্ধে বহন
তাই হলো আজ এমন হাল।
রাজক্ষমতায় আসন গেঁড়ে
অত্যাচারে দেশ শাসন,
নির্দোষীরে দোষী করে
দেশপ্রেমিকের বেশ ভাষণ!
কৌশলে ছক আঁকলো কত
দিলো হাজার যন্ত্রণা,
পাপিষ্ঠ মন পাপের সাজা
পাবে-রে যার অন্ত না।
কই গেলো তার ক্ষমতা বল
কই গেলো সে লুকাইয়া ?
কেমন বাপের মাইয়া পোলা
আসুক কোমর ঝুঁকাইয়া।
সিংহাসন ও জোর ক্ষমতা
কও চিরদিন হয় কারো,
আমজনতা প্রশ্ন করি
বলতে কি তা কেউ পারো?