রাজার হবে  সাজা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৫-০৩-২০২৫ ইং

বসিয়াছো সিংহাসনে আসন পাতিয়া রাজা,
ভেবনা চলিবে হুকুম সদা তব, তুমিও পাবে সাজা।
তোমার দুয়ারে দাঁড়িয়েছিলো ক্ষুধার্ত এক প্রজা,
নিজে খাইয়াছো উদরপূর্তিতে নাওনি খোঁজ, উপোসে ছিলো সে রোজা।