কোরআনের সুর
মোঃ ইব্রাহিম হোসেন- রাজশাহী
রচনাঃ ১১-০১-২০২৫ ইং, শনিবার।

কোরানের মহাবাণী আহা কী মধুর!
মন গলে প্রাণ গলে শুনিলে এ সুর।
এত সুমধুর বাণী কোনো কিছু নাই,
মওতের ক্ষণেও তা শুনিবার চাই।

অবনীর কত সুর কত কোলাহল,
রবের বাণীর কাছে হয় না সফল।
সারিসারি নিখুঁতে তা কিতাবে লিখন,
নাহি ভুল একচুল কবিতা শোভন।

যখনই কানে আসে কোরানের বেল,
পৃথিবীর যত গান সব যেন ফেল।
গাছপালা পশুপাখি আর ইরাবান,
থমকে দাঁড়ায় ভব অচলে জবান।

এমনি যাদুর বাণী প্রভুর সে দান,
মহীয়ান গরীয়ান তিনি সুমহান।
আমাদের ত্রাণে দেন পবিত্র কালাম,
শোকর গুজার করি জানাই সালাম।

এ কালামে আত্মাটা যে শুদ্ধতায় রয়,
মনের কালিমা দূর পাপরাশি ক্ষয়।
জীবন চলার পথে যত সমাধান,
সব কিছু দিয়েছেন প্রভু রহমান।

মানবের তরে এই কোরান বিধান,
আখিরাতে পুঁজি হবে বিপদে নিধান।
দিন দিন প্রতিদিন ক্ষণে ক্ষণে তাই,
আলহামদুলিল্লাহ জপ করে যাই।