প্রতিবাদ
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী রাজশাহী
রচনাঃ ০৪-০২-২০২৫ ইং

দেখিনি করিতে প্রতিবাদ
দেখেছে তবুও অন্ধ,
না ছিলো বোবা সুশ্রী বচন
তবুও তো ছিলো মুখ বন্ধ।

আজ তাদের দেখো কত গলাবাজি
তারাই তো সাধু দরবেশ,
মুক্ত আকাশে প্রতিবাদের ধ্বনি
উড়ায় সুকেশী তার মাথার কেশ।