প্রথম প্রেমের প্রথম ক্ষণ
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০৭-১০-২০২৪ ইং

প্রথম প্রেমের প্রথম ক্ষণে প্রথম পরিচয়,
তারপরে হয় প্রেমের দামে মনের বিনিময়।
তোমার নামে লিখে দিলাম এই হৃদয়ের ভূম,
আলতো ছোঁয়ায় এঁকে দিলাম কোমল ঠোঁটের চুম;
সারাজীবন মনের মাঝে পাড়বে সুখের ঘুম।

মনটা দিলাম, মনটা পেলাম,হৃদ গহীনে ঘর,
তুমি জীবন,তুমি মরণ,তুমিই আপন পর।
স্বর্গ সুখের আবাস তুমি, তুমিই নরক মোর,
তোমার প্রেমেই বিভোর থাকি কাটে না ঘুম ঘোর;
হাসলে তুমি রাতের শেষে হয় সোনালী ভোর।