প্রিয়া তুমি নিষ্পাপ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৭-১০-২০২৪ ইং

তোমার আকাশে আজ চাঁদেরই হাসি,
আমার দু'চোখে বয় জলের এ রাশি।
ভুলে যাবো তবু কভু যায় না তো ভোলা,
অতীতের স্মৃতি সদা দেয় মনে দোলা।

হৃদয়ের মাঝখানে দিয়েছি যে ঠাঁই,
তুমিহীনা একা আমি কোথা গেলে পাই?
তোমার আশাতে রোজ পথপানে রই,
নয়ন মেলিয়া খুঁজি কই তুমি কই?

আমাকে ফেলিয়া আছো মহাসুখে আজ
বিরহ জ্বালার মালা শির 'পরে বাজ।
তুমি নাই কিছু নাই মরুভূমি সব,
কাঁদনের লোনাজলে এ করুণ রব!

তোমার এসেছে আজ ফাগুনের দিন,
কাটে না প্রহর মোর শুধু তুমিহীন!
প্রভাতে উদিত তব সোনালী সুরুজ,
বিরহ-বেদনে এই জীবন বুরুজ।

হয়নি এখনো জানা কি-বা ছিলো দোষ,
আমার উপর বলো এতো কেনো রোষ?
মনের বাগানে আজো ফুটলো না ফুল,
প্রিয়া তুমি নিষ্পাপ আমারি তো ভুল।

ভালোবেসে করিয়াছি আমি মহাপাপ!
তাই তো আমার কাঁধে এতো অভিশাপ!
মাফ করে দাও মোরে ওগো প্রিয়তমা!
আসবো না ফিরে রোষ রাখিও'না জমা।