প্রিয় নবী  (সঃ)
ইব্রাহিম হোসেন
মাল ঝাঁপ পয়ার  ৮+৬
================

প্রিয় নবী ধ্যানে ছবি হয়ে কবি সব,
লিখে যাই সবে গাই মনে পাই রব।
ধরাধামে সেরা নামে ডানে-বামে দেখো,
নূরে আলো মনে জ্বালো কিছু ভালো শেখো।

নবী তরে প্রতি ঘরে প্রেম ধরে সবে,
পাবে আলো হবে ভালো দূরে কালো রবে।
ইহকালে পরকালে সর্বকালে তাই,
মনে মাঝে ভোর সাঁঝে সুর ঝাঁঝে গাই।

হৃদে নবী উঠে রবি পাই সবি যেনো,
আলোকিত পুলকিত দ্যুলোকিত হেনো।
নবী আছে তাই কাছে বৈরী পাছে থাকি,
শত্রু সেনা দূরে হেনা রাখে জেনা ঢাকি।

নবী পথে স্বর্গ রথে  ভাগ্য সাথে প্রভু,
ডেকো তাঁকে মনে হাঁকে হৃদে বাঁকে শুধু।
এসো সবে দলে রবে খোদা হবে রাজি,
সর্ব সুখে হাসি মুখে ধরো দুখে বাজি।

সুখে তারা দেবে ধরা সর্বহারা হাতে,
রবে সুখে নাহি দুখে হাসি মুখে ভাতে।
নবী জানে প্রিয় প্রাণে গেয়ে গানে তাঁর 
দূরে ভয় হবে জয় নাহি ক্ষয় আর ।
===================

কবর সাথী
ইব্রাহিম হোসেন

জীবন থেকে প্রাণ পাখিটা
হবে যখন বের,
তখন আমি লাশ হবো যে
কেউ পাবে না টের।

নগ্ন করে গোসল দিবে
বরই পাতা জল,
ব্যথায় হবে জর্জরিত
নিথর দেহ টল।

সাদা কাফন পরায় দিয়ে
ঢাকবে  দেহ খান,
দাফন তরে বাঁশ কাটিবে
কাঁদবে কারো প্রাণ।

আমার পাশে অশ্রু জলে
আপন প্রিয় জন,
আর্তনাদে ছটফটাবে
অল্প কিছু ক্ষণ।  

বাড়ির পাশে বাঁশ বাগানে
কবর দিবে মোর,
অন্ধকারে সঙ্গী ছাড়া
আপন হবে গোর।
===========