প্রেমের উপাখ্যান
মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী
রচনাঃ ১৯-১০-২০২৪ ইং, শনিবার।
এলোমেলো সমীরণ
জাগে মনে শিহরণ
শাড়ীর আঁচল ওড়ে ওই আকাশে,
কই তুমি প্রিয়জন ?
দেখো কত আয়োজন!
প্রেম নিবেদন করি তব সকাশে।
ফুলে ফুলে রয় মধু
তুমি বর আমি বধূ
বাতায়নে দোল খায় কাশফুলেতে,
মনের আয়না তুমি
কল্পনাতেই চুমি
রঙিন স্বপন আঁকি রং-তুলিতে।
শত আশা মনে বাস
করবো প্রেমের চাষ
তুমি রাজা আমি রানি রাজমহলে,
দু'জনার দু'টি হাত
ধ্যানে ধ্যানে মোনাজাত
প্রেমের নামের সেই তাজমহলে।
সম্রাট শাজাহান
তুমি সেই নওজোয়ান
আমার বুকের এই মধ্যখানে,
আমি তার বিবিজান
তোমাকে দিলাম প্রাণ
ইতিহাস গড়বো যে উপাখ্যানে।