প্রেমিক জীবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৭-০৭-২০২৪ ইং

প্রেম কাকে কয় আজ অবধি
বুঝিনি তো হায়?
নিবিড় করে বারেবারে
মন তোমাকে চায়।

কতটা যে ভালোবাসি
বলার কভু নয়,
লিখতে গেলে কলম-কালি
খাতার পাতা ক্ষয়।

সাগর যেমন অথৈ গভীর
কূল-কিনারা নাই,
এই হৃদয়ের গহীন বনে
তেমন তোমার ঠাঁই।

উদার আকাশ শীতল বাতাস
তেপান্তরের মাঠ,
দরজা খোলা আত্মভোলা
অসীম প্রেমের বাট।

তুমি ছাড়া চন্দ্র-তারা
আঁধারে দেয় ডুব,
এ মন বলে চোখের জলে
ভালোবাসে খুব।

কেমন করে বোঝাই তোমায়
কত আপন'জন?
স্বর্গ তুমি নরক তুমি
হীরা মানিক ধন।

জীবন আমার মরণ আমার 
তুমিই প্রাণের শ্বাস,
তুমি বিহীন দুখ-সীমাহীন
জ্যান্ততে হই লাশ!

প্রেমিক জীবন প্রেমের বাঁধন
চায় সারাক্ষণ চায়,
প্রেমিকাহীন বিষাদী মন
বাঁচন বড়ই দায়।